उत्तर प्रदेश के गाजियाबाद में 7 साल से चल रहा था फर्जी दूतावास! आखिरकार गिरफ्तार हुआ फर्जी ‘राजदूत’

এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে গাজিয়াবাদে খোঁজ মিলল ভুয়ো দূতাবাসের। আন্টার্কটিকা মহাদেশে একটি ক্ষুদ্র ভূখণ্ড ‘ওয়েস্টার্কটিকা’। কোনও প্রতিষ্ঠিত দেশ ওয়েস্টার্কটিকাকে স্বীকৃতি দেয়নি। যদিও সেই ওয়েস্টার্কটিকার নামে ভুয়ো দূতাবাস চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন হর্ষ বর্ধন নামে এক ব্যক্তি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে জাল প্যান কার্ড, কূটনৈতিক পাসপোর্ট এবং ৪৪ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের কবিনগর এলাকার একটি বাড়িকে ওয়েস্টার্কটিকার দূসাবাস বলে চালাতেন নকল ‘রাষ্ট্রদূত’ হর্ষ। নিজেকে কূটনীতিক হিসাবে পরিচয় দিতেন তিনি। তাঁর নকল দূতবাসের সামনে দাঁড়িয়ে থাকত একাধিক বিলাসবহুল গাড়ি। সেগুলির নম্বরপ্লেটও ছিল কূনীতিকের গাড়ির মতোই। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) গোয়েন্দারা জানাচ্ছেন, শুধু ওয়েস্টার্কটিকা নয়, এছাড়াও সাবোরগা, পুলভিয়া, লোডোনিয়ার মতো ছোট ছোট দেশের ‘রাষ্ট্রদূত’ বলেও নিজেকে পরিচয় দিতেন হর্ষ। সম্প্রতি ওই দূতাবাসে অভযান চালিয়ে চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে এসটিএফ। যেগুলির নম্বরপ্লেট কূটনৈতিকদের মতোই। এছাড়াও উদ্ধার হয়েছে ১২টি কূটনৈতিক পাসপোর্ট, ভারতের বিদেশ মন্ত্রকরে জাল নথি, দুটি জাল প্য়ান কার্ড, বিভিন্ন দেশ এবং কোম্পানির ৩৪টি রবার স্ট্যাম্প, দু’টি জাল প্রেস আইডি কার্ড এবং সাড়ে ৪৪ লক্ষ টাকা নগদ। তদন্তকারীদের ধারণা, কোনও আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত হর্ষ। কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে সাত বছর ধরে প্রকাশ্যে ভুয়ো দূতাবাস চালিয়ে গেলেন অভিযুক্ত? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *